তোমার জন্য আজও শিউলি ফোটে-কবিতা
রেজাউল হক
তোমার জন্য আজও শিউলি ফোটে;
তোমার জন্য আজও বকুল গন্ধ বিলায়;
আজও পুকুর পাড়ে আমি বসে থাকি শুন্য হাতে,
একজোড়া বালিহাঁস বার বার ফিরে চায়।
এক ঝাঁক চোখ আজও খুঁজে ফেরে তোমায়;
তোমার ছড়ানো আভার দীর্ঘ সরল পরশ
যেন চারিদিকের শান্ত মুর্ছনার সুললিত সুর,
মুহুর্তেই থেমে যায় শত শতাব্দীর জমানো আক্রোশ।
কেন তুমি নেই?
কেন আর নুপুরের তীক্ষ্ণ শব্দে শিশিরের ঘুম ভাঙ্গে না?
কেন দ্বীপ নিভে যায়?
কেন এক জোড়া অশ্রুসজল চোখের জবাব মেলে না।
সেইতো ছিলে তুমি, আলতা রাঙ্গা দুপায়ে
স্নিগ্ধ সবুজ মাঠ পেরিয়ে উঠোনের দরজার পাশে
মেহেদী পাতার লাল টুকটুক রঙ, গোলাপ ফুলের নকশা
তোমার কোমল হাতে ফুটে উঠতো অনায়াসে।
বইয়ের পাতার সাথে তোমার কত কথা হতো,
কত কবিতা, কত ছন্দ আর গানের পাখি ছিলে তুমি;
কারও স্বপ্নের খনি, কারও আদরের ছোট্ট সোনামণি
কারও জীবন, কারও বেচে থাকার ছোট্ট আবাসভূমি।।
তুমি নেই! জানি তুমি আসবেনা।
তবু তোমাকে খুঁজছি, তোমাকে খুঁজবো
যতদিন রবে মহা কাল;
জানি আবার তুমি আসবে ফিরে
নিয়ে এক নতুন জীবনের স্নিগ্ধ সকাল।।
-----_----------_------_----------_---------_-------
(((তোমার অপেক্ষায়---
আম্মু, আব্বু, দাদা, দাদী, চাচ্চু,
চাচী, বড়আব্বু, বড়আম্মু, ভাইয়া, আপু, আঙ্কেল, আন্টি,
জামাই, মামা, মামী, নানু, নানী)))