সেকায়েপ শিক্ষকদের দৈন্যদশা-সমকাল


দৈনিক সমকাল
১৪ নভেম্বর ২০১৭
সেকায়েপ শিক্ষকদের দৈন্যদশা

গত চারমাস যাবৎ বন্ধ হয়ে আছে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন প্রকল্প- সেকায়েপ (সেকেন্ডারী এডুকেশন কোয়ালিটি এন্ড একসেস এনহ্যান্সমেন্ট প্রজেক্ট) এর অতিরিক্ত শ্রেণি শিক্ষক (এসিটি) দের বেতন-ভাতা। চার মাস যাবৎ মানবেতর জীবনযাপন করছেন এই শিক্ষকেরা।
২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে সারা দেশের ৬৪টি জেলার নির্ধারিত উপজেলায় অবস্থিত ২ হাজার স্কুল ও মাদ্রাসায় প্রায় ৬ হাজার অতিরিক্ত শ্রেণি শিক্ষক (এসিটি) চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়। প্রতিটি স্কুলে ৩ জন করে শিক্ষক নিয়োগ করা হয় যাদের নিয়োগের চুক্তির মেয়াদ ছিলো ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত।
কিন্তু নিয়োগ পাবার পর থেকেই এই শিক্ষকরা বেতন সংক্রান্ত সমস্যায় ভূগছেন। জুলাই মাসের অর্ধেক বেতন আগস্ট মাসের শেষে পাওয়ার পর থেকে তাদের বেতন বন্ধ রয়েছে। ফলে এই তরুণ শিক্ষকরা চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন। য়ার প্রভাব পড়ছে তাদের পাঠদানেও। এমনকি জুলাই ও আগস্ট মাসে নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা আজ পর্যন্ত কোন বেতনের মুখ দেখতে পারেননি।
এদিকে ২০১৭ সালের ডিসেম্বর মাসে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। মেয়াদ শেষে এসিটি শিক্ষকরা থাকছেন কী না তাও স্পষ্ঠ নয়। সেকায়েপ অফিসে বারবার যোগাযোগ করেও কোন সিদ্ধান্ত জানা যায়নি। প্রতিবারই বেতন ছাড়ের একটি সম্ভাব্য তারিখ দেয়া হয়, যা নিয়মিত পেছাতে পেছাতে পঞ্চম মাসে এসে পৈাঁছেছে। সেকায়েপ কর্তৃপক্ষের এমন উদাসীনতার কারনে এসিটি শিক্ষকগণ উপজেলা, জেলা ও বিভাগীয় কমিটি গঠনের পর এবার কেন্দ্রীয় কমিটি গঠন করেছেন এবং খুব শীঘ্রই কর্তৃপক্ষকে স্মারকলিপি দেয়ার পরিকল্পনা করা হয়েছে।
চারমাস বেতন না পাওয়ার দরুণ অনেক শিক্ষক চাকরি ছেড়ে দেওয়ারও চিন্তা করছেন। অনেক শিক্ষক তার কর্মক্ষেত্রে ভাড়া বাসায় থাকেন, অনেককে দুরের বিদ্যালয়ে নিযমিত য়াতায়াত খরচ বহণ করতে হয়। কিন্তু বেতন না পাওয়ার ফলে অর্থকষ্টে তাদের মনোবল ভেঙ্গে পড়ছে। এভাবে চললে যে উদ্দেশ্যে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে তার পরিপূর্ণতা প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই কর্তৃপক্ষের কাছে আবেদন, দ্রুত পদক্ষেপের মাধ্যমে এই সমস্যার সমাধান করে অতিরিক্ত শ্রেণি শিক্ষকদের শিক্ষাদানের পথ সুগম করুন।
মোঃ রেজাউল হক
অতিরিক্ত শ্রেণি শিক্ষক (এসিটি)
আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়
আত্রাই, নওগাঁ।

Comments

Popular posts from this blog

উদ্যোগ নেওয়া জরুরি নয় কী?- কালের কন্ঠ

একদিন স্বপ্নের দিন