একদিন স্বপ্নের দিন
২০১৫ সালের শেষদিক। রাসেল মামার বিয়ের দিন গুলির কোন একদিন
হবে। রাসেল মামার
তখন চট্টগ্রামে চাকরির পোস্টিং। ছুটিতে এসেছেন, সঙ্গে মলি আন্টি। শশুর বাড়ি থেকে
মামার শাশুড়ি, শশুর
এবং মিশু আন্টিও এসেছেন।
দুপুরের খাবারের পর খোলা
আকাশে কিছু সময় কাটানোর জন্য সবাইকে নিয়ে বের হলাম। খোলা মাঠ, সরষের
মৌসুম, পুরো মাঠ জুড়ে সরিষা ফুলে
হলুদ বর্ণের সমারহ। অসাধারন প্রকৃতির সাথে অনন্যসাধারন মুহুর্ত।
সুমি, সানজিদা, মীম, শিউলি,
ইমন, সুমন, সুমাইয়া, সুরাইয়া- আমার সবথেকে প্রিয় কিউট ভাইবোন গুলির সাথে কিছু
চমৎকার সময় কাটালাম আর ক্যাপচার করলাম তারই কিছু মুহুর্ত। সরিষার ফুল নিয়ে কাড়াকাড়ি-মারামারি। মাথায় ফুল গুজে পোজদিয়ে ছবি তোলা। ছোট্ট একটা
ব্রীজ আছে-সেখানে গিয়ে সবাইকে নিয়ে
তুললাম সেলফি। মিশু আন্টি অনেক মজা করলেন। মলি আন্টির সাথে সেলফি তুললাম। পিচ্চিদের সাথে দৌড় প্রতিযোগিতা করলাম।
সময়টাকে স্মৃতির পাতায় ধরে রাখার জন্যই আজকের
এই লেখা।
এই লেখাটি যার কথা স্মরন করিয়ে দেয়-
সে হল সানজিদা। আমার
লক্ষীবোনটি। ছবি গুলোর
মধ্যে সবথেকে সুন্দর মেয়েটি। হাস্যজ্জল, প্রাণোচ্ছল আর ছোট্ট স্বপ্নের আধার। তখনো
ভাবিনি এভাবে চলে যাবে।
জীবনের দীর্ঘ্য পথ পাড়িদিয়ে আজ বলতে ইচ্ছে
করে- ”আমি ক্লান্ত প্রাণ
এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দু’দন্ড শান্তি দিয়ে ছিলো নাটোরের বনলতা সেন।”
***********************************************************************