হারানোর ভয়



খুব কাছের মানুষগুলো কেন এভাবে চলে যায়?

সেজো মামার বড় মেয়ে- সানজিদা নাহার শিখা। অপূর্ব সুন্দরী। সবার চোখের মনি। আমাদের ছেড়ে চলে গেলো। ১২ বছর বয়স হয়েছিলো। কখোনো ভাবিনি এভাবে চলে যাবে। একটি বার বলতেও পারিনি- তুমি খুব সুন্দর। লেখাপড়ায় ভালো ছিলো। হাতের লেখা অনেক সুন্দর। ছবি আঁকতে খুব পছন্দ করতো। আমি গেলেই আমাকে ছবি আঁকা শেখাতে বলতো।

২০১৪ সালের কোন এক সময় নানার বাড়ি বেড়াতে গিয়েছিলাম। সারাদিন আমার পাশে পাশে থাকলো। দুপুর বেলা খাওয়া সেরে আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লো। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ভাবছিলাম, ”আমার নিজের বোনের অভাব টা এরা আমায় বুঝতে দেয়নি”। ঘুম ভাঙলে আমাকে জিজ্ঞাসা করলো, ”ও ভাইয়া আমাকে রাজশাহী নিয়ে চল। আমি ওখানে গিয়ে লেখা পড়া করবো আর তোমার সাথে ঘুরবো- চিড়িয়াখানা, জিয়া পার্ক, পদ্মা নদী দেখবো। নিয়ে যাবে না আমাকে?”

আমি হাসলাম। বললাম, ”অবশ্যই নিয়ে যাবো। আগে তুমি ভালো রেজাল্ট করে জে.এস.সি পাশ করো।” এখন বার বার মনে হয়- একবার যদি নিয়ে আসতাম!! এখন আর কেউ বলবেনা ওভাবে!!

পাপ কি জিনিসি তখনও সে বুঝতে শেখেনি। আল্লাহ নিশ্চয় ওকে জান্নাতে রাখবেন। এটাই এখন একমাত্র প্রত্যাশা।

000000000000000000000000000000000000000000

Popular posts from this blog

সেকায়েপ শিক্ষকদের দৈন্যদশা-সমকাল

উদ্যোগ নেওয়া জরুরি নয় কী?- কালের কন্ঠ

একদিন স্বপ্নের দিন