নতুন রূপে "লাগান"- প্রথম আলো
দৈনিক প্রথম আলো ২২ জুন ২০১৭ নতুন রূপে "লাগান" ভারতের নামী অভিনেতা আমির খানের খুব বিখ্যাত একটি সিনেমা "লাগান" দেখেছিলাম বেশ কয়েক বছর আগে। সেখানে জমি লাগান নেওয়ার জন্য কৃষকদের নির্দিষ্ট হারে খাজনা দিতে হতো। যার মাত্রা প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকে। অনেকটা চক্রবৃদ্ধি সুদের মত। খাজনা নামের লাগামহীন সুদের অর্থ পরিশোধ কৃষকদের জীবনকে বিপর্যস্ত করে দিতো। আমাদের বাংলাদেশেও এক সময় "লাগান" শব্দটি পররিচিত ছিলো। কালক্রমে "লাগান" শব্দের রূপভেদ ঘটে, আর তা নতুন রূপে সমাজে লুকিয়ে যায়। আমরা মনে করি "লাগান" এর মাধ্যমে জমিদার-ইংরেজদের সেই কৃষক-শ্রমিক শোষণ এখন আর নেই। কিন্তু এর নতুন রূপটাকে আমরা চিনতে প্রতিনিয়ত ভুল করি। যার কারনে এটি ছড়িয়ে পড়ছে দেশের আনাচে কানাচে। যেমনটা দেখলাম রাজশাহী বিভাগের নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার কয়েকটি গ্রামে। এখানকার নিম্নবিত্ত কৃষকরা বোরো এবং আউশ ধানের মৌসুমে অসাভাবিক চড়া সুদে অপর কোন উচ্চ কিংবা মধ্যবিত্তের কাছ থেকে অর্থ ধার করে থাকে। এই অর্থ সহজপ্রাপ্য এবং ঝামেলাহীন বলে কৃষকরা ব্যাংক বা পল্লী উন্নয়ন বোর্ড...